BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

From our Blog

Showing posts with label পদ্মা কন্যা রাজবাড়ী. Show all posts
Showing posts with label পদ্মা কন্যা রাজবাড়ী. Show all posts

Friday, February 4, 2022

রাজবাড়ী জেলার ব্র্যান্ডিং ‘পদ্মা কন্যা রাজবাড়ী’

 জেলা ব্র্যান্ডিং ☑

ভূমিকা:

খরস্রোতা পদ্মানদী বিধৌত জেলা রাজবাড়ী। পদ্মা নদীর কোলে গড়ে ওঠা এ জেলা পরিচিতি পেয়েছে ‘পদ্মা কন্যা রাজবাড়ী’ হিসেবে। দেশের দক্ষিণ বঙ্গের ২১ টি জেলার প্রবেশদ্বার ও পদ্মা-যমুনার মিলনস্থল গোয়ালন্দ এ জেলাকে করেছে স্বাতন্ত্র্য বৈশিষ্ট মন্ডিত। ফলে এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ জেলার বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট, প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস , ঐতিহ্য, প্রত্নতাত্তিক নিদর্শন ও সংস্কৃতিকে বিবেচনায় রেখে এ জেলার স্বাতন্ত্র্যকে বিকশিত করার লক্ষ্যে কার্যকরভাবে জেলা  ব্যান্ডিংয়ের মাধ্যমে রাজবাড়ী জেলাকে দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডল তুলে ধরা সম্ভব। এর মাধ্যমে রাজবাড়ী জেলার স্বকীয়তা সংরক্ষণ ও পরিচিত বৃদ্ধির পাশাপাশি এর অর্থনৈতিক সম্ভাবনাকে  কাজে লাগানো যাবে,  যা এ অঞ্চলের ও দেশীয় সামগ্রিক অর্থনীতিতে  ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে।জেলা পরিচিতি:



পদ্মা-যমুনার মিলনস্থল গোয়ালন্দ মহকুমাকে ভিত্তি করে ১৯৮৪ সালের ১ মার্চ রাজবাড়ী জেলা প্রতিষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা ঢাকা বিভাগের অন্তর্গত। আয়তন ১২০৪ বর্গ কিলোমিটার। রাজবাড়ী জেলা ২৩০৩৫′-২৩০৫৫′ উত্তর অক্ষাংশ এবং ৮৯০০৯′-৮৯০৫৫′ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।

 উত্তরে পাবনা জেলা, দক্ষিণে ফরিদপুর ও মাগুরা জেলা, পূর্বে মানিকগঞ্জ জেলা, পশ্চিমে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা। নদী বিধৌত পদ্মার পলি মাটি দিয়ে এই জেলার অধিকাংশ ভূমি গঠিত। এই জেলার প্রধান নদী পদ্মা, গড়াই, হড়াই ও চন্দনা। বার্ষিক সর্বোচ্চ গড় তাপমাত্রা ৩৫.৮০সেলসিয়াস এবং সর্বনিম্ন ১২.৬০সেলসিয়াস। বার্ষিক বৃষ্টিপাত ২১০৫ মিমি।

পদ্মা নদী: পদ্মা নদী (Padma River) মূলত গঙ্গার নিম্ন স্রোতধারার নাম, আরও নির্দিষ্টভাবে বলা যায় গোয়ালন্দ ঘাটে গঙ্গা ও যমুনার সঙ্গম স্থলের পরবর্তী মিলিত প্রবাহই পদ্মা নামে অভিহিত। এককালীন অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়ালন্দ-চাঁদপুর স্টিমার চলাচল পথের অধিকাংশই এই নদী জুড়ে রাজবাড়ী জেলার উত্তরে পদ্মা নদী অবস্হিত।রাজবাড়ী জেলা ব্র্যান্ডিং: 

“পদ্মা কন্যা The Daughter of the Padma, 

  “পদ্মা কন্যা রাজবাড়ী      

তাকে নিয়ে আমরা গর্ব করি” 

“The Daughter of the Padma, 

Rajbari is our pride”

 
Copyright © 2013 রাজবাড়ী জেলার ইতিহাস ঐতিহ্য
Distributed By Free Premium Themes. Powered byBlogger